Daily

করোনার প্রথম ঢেউয়ের থেকেও দ্বিতীয় ঢেউ মানুষকে সচেতন করেছে অনেক বেশি। দ্বিতীয় ঢেউতে মানুষের হাহাকার, আর্তনাদ যেন আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো ভালো নেই আমরা। মজবুত নয় চিকিৎসা পরিকাঠামো। রাজ্যের জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি বিদ্ধস্ত হয়েছে উত্তর ২৪ পরগনা।
এবার যুদ্ধকালীন তৎপরতায় উত্তর ২৪ পরগনায় ৬টি জায়গায় অক্সিজেন প্লান্ট বসতে চলেছে। শনিবার হাবরা হাসপাতাল চত্বরে অক্সিজেন প্লান্ট পরিদর্শনে আসেন জেলাশাসক সুমিত গুপ্তা। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার রাজ নারায়ণ মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার, হাবরা ওয়ান বিডিও জয়েন্ট বিডিও, হাবড়া থানার আইসি সহ স্বাস্থ্যের একাধিক অধিকর্তারা। পাশাপাশি ভ্যাকসিনেশনের কাজ ঠিক মতো এগোচ্ছে কিনা, খতিয়ে দেখেন সেদিকটাও।
জেলায় খুব দ্রুতগতিতে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে বলে জানান জেলাশাসক। অন্যদিকে অক্সিজেন প্লান্টের ৭০% কাজ শেষ হয়ে গেছে।
সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই প্ল্যান্টগুলো চালু হবে। বাইরের রাজ্য থেকে বিজি সেট আসলেই প্ল্যান্টগুলো চালু হয়ে যাবে বলেও জানান তিনি। কোভিডের পাশাপাশি ডেঙ্গু নিয়েও সতর্কতা বার্তা দেন তারা। সর্বোপরি মানুষের সহযোগিতা পেলে ও সচেতনতা বাড়লে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে করা যাবে বলেও জানান তারা।
অঙ্কিত মুখার্জী,উত্তর ২৪ পরগনা