Trending
বাংলায় শিল্পের কোন পরিবেশ নেই। বড়ো শিল্প আসছে না। যারা ছিলেন তাঁরও পাত্তারি গুটিয়েছেন। বরং দুর্নীতি, গুন্দামি, তোলাবাজি- এসবি চলছে বাংলায়। ২০২৪-এর পঞ্চম দিফা লোকসভা নির্বাচনের আগে কোলকাতায় দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
একটা সময় শিল্পের নিরিখে বাংলা ছিল দেশের মধ্যে প্রথম সারিতে। আজ সেই বাংলায় দূরদূরান্ত অবধি বড়ো শিল্পের কোন অস্তিত্ব এই। আছে বলতে শুধুই দুর্নীতি। গত ৫০ বছরে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে। যার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী দায়ী করলেন বাংলার পূর্বতন বাম সরকার এবং বর্তমান শাসকদলকে।
গরীব মানুষের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল। ১৬ কোটি মিড দে মিল বেশি দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা নয়ছয় করেছে তারা। ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড দেখিয়ে দুর্নীতির প্রসঙ্গ টেনে মোদীর অর্থমন্ত্রী কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলার শাসকদলকে।
এ প্রসঙ্গে ইলেক্টোরাল বন্ডের প্রসঙ্গ টেনে পাল্টা প্রশ্ন করেন কুণাল ঘোষ। বলেন, নির্মলা সীতারামন যে পরিবেশে থাকেন, সেখান থেকে নাকি বাংলার উন্নয়ন নজরে আসা সম্ভব নয়। এছাড়াও তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন কি বললেন শুনুন…
দুইপক্ষের রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়িতে কখনও কাঠগড়ায় মণিপুর, কখনও সন্দেশখালি। বাংলার শিল্পন্নয়নে স্থবির গতি আর কেন্দ্র-রাজ্যের দর কষাকষিতে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন, সাধারণ মানুষের উন্নয়ন কতটা হল? জানান কমেন্ট বক্সে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ